চলতি মে মাসের ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যেই সিরিজটির জন্য অধিনায়ক হিসেবে লিটন দাসকে ঘোষণা করেছে বিসিবি। দ্বিতীয়বারের মতো আরব আমিরাতে এই সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
সিরিজের টিকিট বিক্রি শুরু করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রোববার থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসে পাওয়া যাচ্ছে টিকিট। তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে টিকিটের দাম।
সাধারণ গ্যালারির জন্য দর্শকদের গুণতে হবে ৩০ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৯২ টাকা। গোল্ড বা প্লাটিনাম গ্যালারির টিকিটের মূল্য ৭৫ দিরহাম বা প্রায় ২,৪৭৯ টাকা।ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করতে হলে খরচ হবে ২০০ দিরহাম, যা প্রায় ৬,৬১২ টাকা।
ম্যাচ দুটি গালফ মান সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে। দুই ম্যাচের এই সিরিজের পর পাকিস্তান সফরের পরিকল্পনা রয়েছে টাইগারদের। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে সেই সফর এখনও অনিশ্চিত।
Discussion about this post