শারজায় আজকের রাতটাই হতে পারে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই এগিয়ে আছে টাইগাররা। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের সুযোগ জাকের আলী অনিকের দলের সামনে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচের মতো আবারও রান তাড়া করেই ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ।
তবে আজকের ম্যাচে একাদশে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। নতুন এই জুটি পেস আক্রমণে বাড়তি গভীরতা যোগ করবে বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকেই টাইগাররা শিখে নিয়েছে যে আফগানিস্তানকে হারানো সহজ নয়। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের জুটিতে সহজ জয়ের পথে থাকলেও এক পর্যায়ে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে ভয়ানক পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দেন নুরুল হাসান সোহান ও তরুণ রিশাদ হোসেন। তাদের ব্যাটেই পাওয়া যায় ৪ উইকেটের জয়।
আজকের ম্যাচের গুরুত্ব তাই আরও বেশি। আফগানিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৪ ম্যাচে দুই দল সমান ৭টি করে জিতেছে। এবার জিততে পারলে শুধু সিরিজ নয়, মুখোমুখি লড়াইয়েও এগিয়ে যাবে বাংলাদেশ।
রাশিদ খান ও নুর আহমাদদের স্পিন সামলানো এখনও বড় চ্যালেঞ্জ হয়েই থাকছে। তবে নতুন একাদশে আত্মবিশ্বাসী বাংলাদেশ শারজাহর মঞ্চেই সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে চায়।
বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
Discussion about this post