এইতো গতবছরের ঘটনা। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল টেস্ট বুঝি হেরে যাবে টাইগাররা। ঠিক তখনই কথা বলল তার ব্যাট। তুলে নিলেন ২০৬ রান। দৃষ্টিনন্দন সেই ইনিংসটি আছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ২০১৫ সালে টেস্ট ইনিংসের তিনে।
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২য় ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামে টাইগাররা। স্রােতের বিপরীতে তখন প্রতিরোধ গড়েন তামিম। ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের বিশাল জুটি গড়েন। তার ইনিংসে ছিল ২৪ চার ও ৭ ছক্কা!
২০১৫ সালে ক্রিকইনফোর সেরা টেস্ট ইনিংসের মালিক নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটনে অপরাজিত ২৪২ রান করে দলকে এনে দিয়েছিলেন দারুণ জয়। এরপরই আছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করে দলকে হারের লজ্জা থেকে বাঁচান তিনি।
ইএসপিএন-ক্রিকইনফোর সেরা টেস্ট ইনিংসের তালিকায় আরো আছেন-ইংল্যান্ডের জো রুট, অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও পাকিস্তানের ইউনুস খান।
Discussion about this post