ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই দিনটা বাংলাদেশের হলো না। লড়লেন শুধু একজনই-তামিম ইকবাল। অন্যরা ব্যস্ত থাকলেন আসা-যাওয়ার খেলায়। হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে তামিম খেললেন মন জয়ে নেওয়ার মতো এক ইনিংস। তার ব্যাটে দেখা মিল সেঞ্চুরির। কিন্তু তার সতীর্থরা সম্ভাবনা জাগিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। তামিম ১২৮ বলে করেন ১২৬! বিস্ময়কর হলেও সত্য ২৩৪ রানে অলআউট বাংলাদেশ।
এরপর বৃহস্পতিবার টেস্টে প্রথম দিন শেষে নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৮৬ রান।
হ্যামিল্টনের সেডন পার্কের সবুজ উইকেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ব্যর্থ তামিমের জন্য ছিল চ্যালেঞ্জ। ওয়ানডেতে তিনি করেছিলেন ৫, ৫ ও ০। সেই ধাক্কা সামলে দারুণ খেলেন। সঙ্গে সাদমান ইসলামও সম্ভাবনা জাগালেন। ১০ ওভারেই ৫৩ রান তুলেন দু’জন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের হতাশ করেন তারা।
৫৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাদমান ফিরেন ২৪ রানে। এরপর একপ্রান্তে নিয়মিত উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুমিনুল হক উইকেট আগলে রেখে অবশ্য দৃঢ়তা দেখান কিছুটা সময়। তখনই তামিম ফিফটি ছুঁয়ে করেন ৩৭ বলে। যা দেশের বাইরে তার দ্রুততম ফিফটি।
৩৩ বলে ৩ রান করে ফেরেন মুমিনুল। তামিম লাঞ্চের সময় অপরাজিত ছিলেন ৮৫ বলে ৮৬ রানে। লাঞ্চের পর সেঞ্চুরি স্পর্শ করেন ১০০ বলে। এটি এই ওপেনারের নবম টেস্ট সেঞ্চুরি আর দেশের বাইরে চতুর্থ।
এরপর ৩৪ ছক্কায় বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ছুঁয়েছেন মোহাম্মদ রফিককে। কিন্তু ১২৪ রানে থামেন তামিম। ২১ চার ও ১ ছক্কার ইনিংস খেলে ফেরেন তিনি।
এরপর মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদরা কিছুই করতে পারেন নি। হতাশ করেছেন সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজরাও। ২৭ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন নেইল ওয়েগনার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪ (তামিম ১২৬, সাদমান ২৪, মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ ০, ইবাদত ০*; বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, ডি গ্র্যান্ডহোম ১/৩৯, ওয়েগনার ৫/৪৭, অ্যাস্টল ০/১০)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৮ ওভারে ৮৬/০ (রাভাল ৫৩*, ল্যাথাম ৩৫*; আবু জায়েদ ০/১৫, ইবাদত ০/২৬, খালেদ ০/৬, সৌম্য ০/৮, মিরাজ ০/৩১)।
Discussion about this post