বৃহস্পতিবার একাডেমি ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সৌম্য সরকার। জাতীয় দলের ক্যাম্পে থাকা এই ব্যাটসম্যান দল ও নিজের প্রস্তুতির কথা শোনালেন। টাইগার ভক্তদের আশাবাদী হওয়ার মতো অনেক বললেন। প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলা সৌম্যর সেই সাক্ষাতকারের চুম্বক অংশ এখানে তুলে ধরা হল-
বাংলাদেশের ক্রিকেটে গত বছর আর এই বছর তুলনা করলে নিজের কাছে কি মনে হয়? আপনারা তো দীর্ঘদিন শুধু তো টি-টুয়েন্টির মধ্যেই ছিলেন…
আসলে খেলা যত বেশি হবে, আমাদের জন্য তত আমাদের ইনভল্বটা বেশি ভালো হবে। খেলা কম থাকলে খেলা প্রতি আমাদের মনোযোগটা বেশি থাকে। আমাদের লেভেলটা আছে ঐটা ধরার লেভেলটা বেশি থাকে।
এ বছরে খুব বেশি ম্যাচ নেই। কিন্তু আগামী বছর থেকে সবগুলো ট্যুর বাইরে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন।এই ট্যুরগুলোতে বাইরে ক্যারি করা, কি ভাবছেন। বাইরে ভালো খেলা কতটা চ্যালেঞ্জ?
অবশ্যই দেশে খেলা আর বাইরে খেলা পার্থক্য থাকে। ওদের ওয়েদার আলাদা। যেখানে খেলা হোক আমাদেরই খেলা লাগবে। দেশে যেভাবে আমরা খেলি, ঐ ভাবে আমরা কন্টিনিউ করতে পারি, বা দেশে যেভাবে আমাদের এফোর্ড থাকে, বাইরে এগুলো যদি নিতে পারি। বাইরের ওয়েদার আলাদা, বাইরেরটা আলাদা এসব চিন্তা না করে আমরা দেশে যেভাবে উৎফুল্ল হয়ে খেলি, তাহলে বাইরে আর দেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
আপনার ওয়ানডের শুরুটা ভালো হয়েছিল। এবার নিউজিল্যান্ডে খেলতে, ইংল্যান্ডে খেলতে হবে। আগামী বছর সাউথ আফ্রিকাতে খেলতে হবে। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট চ্যালেঞ্জ। পারসোনালি ব্যাটিং নিয়ে আপনার কি পরিকল্পনা?
প্লান বলতে গেলে ওগুলো সব বাউন্সি ট্যাক। নিউজিল্যান্ড, আফ্রিকা, ইংল্যান্ড। ওদের ওখানে সুইংগুলো বেশি হবে। সো ওই ভাবে চিন্তা করতে হবে। ভালোভাবে সুইং বল নিয়ে প্যাকটিস করলে আমার মনে হয় আমরা ভালো করতে পারব। আমরা তো আর ওয়েদার চেঞ্জ করতে পারবনা।
আমাদের যে পিচ আছে সেগুলো কিন্তু ঐভাবে সুইং কোনো ট্র্যাক নেই। আমাদের এখানে এমন কোনো পিচ নেই যে আপনি সুইং বলে আলাদা প্র্যাকটিস করতে পারছেন। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আপনারা বাউন্স বলে অনুশীলন করেছেন, কিন্তু সুইংটাতো আর ঐভাবে প্যাকটিস করা যায় না। সেটার জন্য পারটিকুলার কোনো প্লান আছে। আপনারা এটা নিয়ে কি ভাবছেন?
আসলে আমরা ব্যাটসম্যান, আমাদের ব্যাটিং নিয়ে চিন্তা করতে হবে, কোথায় সুইংয়ে সমম্যা, কোথায় সুইংয়ে খেলতে হবে। বোলাররা তো অবশ্যই সুযোগ নেবে। তাছাড়া আমরা মেশিনে সুইং বল খেলার একটা সুযোগ পায়। ওখানে সুইংটা বাড়িয়ে নিয়ে অনুশীলন বাড়ানোর একটা সুযোগ পায় আমরা। প্একটি জিনিষ আছে, যদি মেনটালি একটা চিন্তা করেন, যে বলটা এভাবে আসবে, তাহলে আপনার এটা অনেক সময় কাজে দেবে।
সৌম্য পৌনে দুই বছরের ক্যারিয়ার আপনার। নিজেকে এখন কোথায় দেখছেন?
যেহেতু অনেকদিন ওয়ানডে থেকে দুরে ছিলাম। টি-টুয়েন্টিতে যেহেতু ভালো করেনি। এটা নিয়ে নিজের একটা প্লান আছে। সামনে যে ম্যাচগুলো আসবে নিজেকে প্রুফ করার চেষ্টা করব। অবশ্যই তিন ফরম্যাটে ভালো করার চেষ্টা করব নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব।
সৌম্য একটু পিছিয়ে বলি আপনার জন্য লাস্ট আটটা ওয়ানডেতে তিনটা ফিফটি ছিল। এমনকি ৮০, ৯০ এবং ৭০ এর মতো ইনিংস ছিল। ৫০ ওভারের ম্যাচ থেকে যখন আপনি টি-টুয়েন্টিতে ঢুকলেন, তখনই আপনার ব্যাড প্যাকটিস শুরু হল। যে কোনো কারণেই হোক আপনার এই সমস্যা দেখা দিল। আপনার প্রিয় ফরম্যাট ওয়ানডে থেকে যখন টি-টুয়েন্টিতে খেললেন তখনই থেকে আপনার বাজে খেলা শুরু হলো। যখন আবার ওয়ানডেতে ব্যাক করলেন আবারো সেই ফর্মহীনতা। আপনার কি মনে হয় টি-টুয়েন্টি খেলার পর আপনার ছন্দে সমস্যা দেখা দিল?
এটা অবশ্যই। টি-টুয়েন্টি অনেকদিন খেলেছি। তো চেষ্টা করছি এই ম্যাচটা নিজের মধ্যে নিতে। কিন্তু আমি নিতে পারেনি। ভুলের সংখ্যাটা বেশি ছিল। এরপর আবার প্রিমিয়ার লিগ শুরু হল। এটা নতুন ফরম্যাট। যদিও ওয়ানডে আমার প্রিয় ফরম্যাট। তারপরও টি-টুয়েন্টির কারণে আমার রিদোমটা হারিয়ে ফেলেছিলাম। রিদমটা ফেরানোর জন্য প্রিমিয়ার লিগে স্লো খেলা। পরে আমি চিন্তা করছি আমার নিজের যেটা ছিল সেটার বেস্ট। পরে সেখানে ফেরার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগের শেষ দিকে ভালো খেলেছি।
বলছেন আত্মবিশ্বাস বেড়েছে। তাহলে কি ইংল্যান্ড সিরিজে সেই আত্মবিশ্বাস কাজে লাগবে?
অবশ্যই। পরবর্তী খেলাটা ওইটাই। সো ওটাটেই আমার নিজের যে আত্মবিশ্বাস ওটা দেবার। যেভাবে যাচ্ছে ওয়ানডে হলে তো আমাকে পারফর্ম করতে হবে।
ইংল্যান্ড সিরিজটা কি বাড়তি চ্যালেঞ্জ?
সব সময়ই সব খেলায় আমার জন্য চ্যালেঞ্জ। কারণ চ্যালেঞ্জ ছাড়া কোনো খেলায় উচিৎ নয়। নিজের সঙ্গেও সবসময় চ্যালেঞ্জ থাকে।
আপনি বলছিলেন ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ফর্ম ফিরে পাওয়া। এবার অনেকদিন পর টেস্ট খেলবেন। তার জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে কি।
প্লান তো অবশ্যই থাকে। যেহেতু ফরম্যাটগুলো আলাদা। তাছাড়া অনেক দিন পর পর খেলাগুলো আসে। তাজন্য নতুন নতুন প্লানগুলো আছে। টিমের প্লান থাকে। চেষ্টা করব নিজের যে প্লানগুলো আছে সে অনুযায়ী খেলার।
Discussion about this post