মনে করিয়ে দিচ্ছিল রমন লাম্বার স্মৃতি। কেউ আবার বলেই ফেলেছিলেন তারও কী ফিলিপ হিউজের পরিনতি হবে! এমন শঙ্কা ছিল বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহমেদ শাওন গাজীকে নিয়ে। ভাগ্য ভাল এই জুনিয়র টাইগারের। অল্পতে রক্ষা পেলেন।
১৯৯৮ সালে ঢাকার মাঠে মাথায় বল লেগে মারা যান ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রস্তুতির সময় মাথায় চোট পান শাওন। জ্ঞান হারালে দ্রুত তাকে নিয়ে যাওয়ায় হয় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে। সিটি স্ক্যান হয় বাঁহাতি এই স্পিনারের। এরপর মেলে স্বস্তি।
অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান জানান অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পান শাওন। আর ম্যানেজার সাজ্জাদ আহমেদ বললেন ’শাওনের সিটি স্ক্যান করা হয়েছে। ও শঙ্কা মুক্ত।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
Discussion about this post