চোখ ছিল ট্রফিতে। ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু সেমিফাইনালেই মিশন শেষ। ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার বাহরাইনের কাছে ০-১ গোলে হেরে গেছেন মামুনুলরা।
এব্রাহিম আলহুতির গোল বাহরাইনকে নিয়ে গেছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল মিসের মহড়া দিয়েই হারল লাল-সবুজরা। একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্ট্রাইকার আর ফরোয়ার্ডরা।
এদিকে কোচ মারুফুল হক এমন ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চাইছেন। ম্যাচশেষে তিনি বলেন, ‘দেখুন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর এমনিতেই আত্মবিশ্বাস তলানিতে ছিল। তাতেই হয়তো দল সাফল্য পেলো না। যাই হোক ব্যর্থতা আমারই। দায়টা আমিই নিলাম।’
সাফের পর বঙ্গবন্ধু গোল্ডকাপ। টানা দুটি ব্যর্থতা। মারুফুল এ অবস্থায় দ্বায়িত্ব থেকে সরে দাড়ানোর কথা ভাবছেন।
Discussion about this post