ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ভালো খেলার ধারাবাহিকতাটা ধরে রাখলেন সাকিব আল হাসান। সুযোগগুলো দারুণ কাজে লাগাচ্ছেন তিনি। তাইতো দল থাকছে চেনা পথে। বাংলাদেশ সময় রোববার ভোরে তার অলরাউন্ড নৈপুন্যে দুর্দান্ত এক জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াহস। সেন্ট কিটস এন্ড নেভিসকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিবের দল।
এটি সিপিএলে ছয় ম্যাচে সাকিবের জ্যামাইকার চতুর্থ জয়। আপাতত পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে দলটি। আগের ম্যাচে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি এক উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব। রোববারও সেরা খেলোয়াড় পুরস্কার না পেলেও জয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধরিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে জ্যামাইকা। জবাবে ১৫.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় কেন্ট কিটস এন্ড নেভিস।
ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাঙ্গাকারা ৪৭ বলে ৬৫ ও পাওয়েল করেন ২৩ বলে ৩৫ রান। ১৭ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব।
সেন্ট কিটসের হয়ে ক্রিসমার সান্তোকি তিনটি এবং সেল্ডন কট্রেল ও তাভরেজ শামসি নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ৭৫ রানে অলআউট সেন্ট কিটস এন্ড নেভিস। ১০৮ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
সেন্ট কিটসের হয়ে জোনাথন কার্টার সর্বোচ্চ ২৩ রান করেন। জ্যামাইকার হয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন উইলিয়ামস। সাকিব ২ ওভারের স্পেলে মাত্র ২ রান দিয়ে দুটি উইকেট নেন । ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে দুটি উইকেট নেন স্টেইন।
মঙ্গলবার নিজেদের পরবর্তী ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে জ্যামাইকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে।
Discussion about this post