বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সুপরিচিত ও অভিজ্ঞ কোচ মাহবুব আলী জাকি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকার প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই কোচ।
মাঠেই তাঁকে সিপিআর দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে মাহবুব আলী জাকির বয়স হয়েছিল ৫৭ বছর। বিপিএলের রঙিন আয়োজনের মাঝেই এভাবে শোকের কালো অধ্যায় যুক্ত হলো দেশের ক্রিকেটে।
মাহবুব আলী জাকির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর ছবি পোস্ট করে সাকিব আল হাসান লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপচারিতার মধুর স্মৃতি আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
ঢাকা ক্যাপিটালসের পেসার তাসকিন আহমেদ শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
বর্তমানে বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা রিশাদ হোসেন লেখেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব ১৯ দলের একটা আলাদা ভালোবাসার যায়গা ছিলো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। সত্যিই আমরা আল্লাহর। আমরা তাঁর কাছেই ফিরে যাব।’
শরিফুল ইসলাম আবেগঘন বার্তায় লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না–আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়; প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন…।’
জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ, জাকি ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা অনিবার্য এই সংবাদটা খুবই হৃদয়বিদারক, আল্লাহতালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি নসিব করুন আমীন।’
মাহবুব আলী জাকির মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবরও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ফোনটা অন করতেই বিসিবি চিফ বুলবুল ভাইয়ের ফোন- স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
স্মৃতিচারণ করে আসিফ আকবর আরও লেখেন, ‘জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার অধিবাসী। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী দলের বোলিং কোচ ছিলেন। ঢাকায় বড় দলগুলোয় খেলেছেন। পরে নিজেকে থিতু করেছেন কোচিং ক্যারিয়ারে। আমাদের শেষ দেখা কক্সবাজার স্টেডিয়ামে। ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখি। উনার সাথে খেলার সুযোগ হয়েছে। খুব আদর করতেন। একজন নিপাট নিরহংকারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা গভীরভাবে শোকাহত।’
তিনি আরও লিখেছেন, ‘কুমিল্লা কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। মহান আল্লাহ জাকি ভাইয়ের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।’
মাঠে ক্রিকেটারদের গা গরম করানোর সময় যে মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই মাহবুব আলী জাকি আর ফিরলেন না। ক্রিকেট মাঠেই থেমে গেল তাঁর জীবনযাত্রা। দেশের ক্রিকেট হারাল একজন নিবেদিতপ্রাণ কোচকে, যাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।










Discussion about this post