মাঠে আন্তর্জাতিক ম্যাচ নেই। তারই প্রভাব থাকল র্যাঙ্কিংয়েও। প্রায় ১০ মাস ধরে আন্তর্জাতিক ওয়ানডে থেকে দূরে থাকায় একধাপ নিচে নেমে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে তার। তবে অলরাউন্ডারের তালিকায় শীর্ষেই আছেন তিনি।
এই সুযোগে তিনে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সাকিব নেমে গেছেন তিন থেকে চারে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে দুর্দান্ত বোলিং নেন ১২ উইকেট। তবে অবনতি হয়েছে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরেরও। পাঁচে নেমে গেছেন তিনি।
বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবের পরই আছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক ১৫তম স্থানে আছেন। আরাফাত সানি ৪১ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৩তম স্থানে।
তবে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৪১৬ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছেন সাকিব। এরপরই আছেন যথাক্রমে- অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৫২), জেমস ফকনার (৩৩৪), তিলকারত্নে দিলশান (৩০৩) ও মোহাম্মদ নবী (২৯২)।
ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স (৮৮৭)। বিরাট কোহলি (৮১৩) দ্বিতীয় স্থানে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে মুশফিকুর রহিম। টেস্ট দলের অধিনায়ক ১৯তম স্থানে রয়েছেন। এছাড়া তামিম ইকবাল ২৪ ও সাকিব ৩০তম স্থানে আছেন।
Discussion about this post