বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান-স্লোগান বেশ কয়েকবছর ধরেই বেশ জনপ্রিয়। আসলে সাকিব মানেই তো একটা আবেগ। বাংলাদেশ ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। তিনি মাঠে থাকা মানেই যেন সাফল্যের গ্যারান্টি। ব্যাটে-বলে সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার! তার লাখো কোটি ভক্ত। সেই অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এসেছেন সাকিব।
পবিত্র ঈদুল আজহার দিনে রোববারই সেটি জানিয়েছেন অন্তর্জালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি। এই বাঁহাতি অলরাউন্ডার বলেও দিলেন কী করে দেখা করা যাবে তার সঙ্গে।
সাকিবের সঙ্গে দেখা করতে আর এই মহাতারকার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে ভক্তদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হলেন আপনি।
সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদ উল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে! আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলি আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করবো, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিবো। শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!
লিজেন্ডস অফ রূপগঞ্জের তারকা সাকিব আরও লিখলেন, ভিডিও পাঠানোর শেষ সময়ঃ ১৭ই জুলাই, বিকাল ৫ টা। ধন্যবাদ! সবাইকে ভালোবাসা – সাকিব’ -ভক্তরাও সাকিবের এমন আহবানে সাড়া দিতে শুরু করেছেন!
Discussion about this post