শেষ রক্ষা হল না। ক্যারিয়ারের শুরুতেই বড় ধাক্কা খেলেন সঞ্জিত সাহা। তার বোলিং অ্যাকশন অবৈধ। তাইতো আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হল। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ই ভেসে আসল এই দুঃসংবাদ!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার সঞ্জিত সাহা আপাতত খেলতে পারছেন না আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এইতো উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তার বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা।
অভিযোগের পর নিয়ম অনুযায়ী এই স্পিনারের বোলিং অ্যাকশনের ভিডিও বিশ্লেষণ করেছে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। এরপর রোববার আইসিসির ওয়েবসাইট জানাল সঞ্জিতের বোলিং অ্যাকশন অবৈধ। বোলিংয়ের সময় বৈধ সীমা ১৫ ডিগ্রির বেশী ছাড়িয়ে যায় তার। এ কারনে নিষিদ্ধ সঞ্জিত।
এ অবস্থায় অ্যাকশন শোধরানোর পরই তিনি আবেদন করতে পারবেন। এরপর হবে পরীক্ষা। আইসিসি অনুমোদিত ল্যাবে সেই পরীক্ষায় বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে ফের ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে, বল হাতে।
Discussion about this post