ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সন্তানের মুখ দেখার জন্য অধীর হয়ে ছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে রুবেল হোসেনের। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুত্র সন্তানের বাবা হওয়ার খবরটি জানালেন তিনি। ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন রুবেল হোসেন। আপাতত ক্রিকেট দূরে সরিয়ে রেখেছেন তিনি। পরিবারকে সময় দিতেই এই পেসার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না রুবেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন এই তারকা পেস বোলার।
রুবেল অনেকটা লুকিয়ে বিয়ে করেন ২০১৬ সালে। তার স্ত্রী বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলা। বিয়ের বছর তিনেক পর তাদের ঘরে এসেছে অতিথি। রুবেল গণমাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, ‘দেখুন, সকাল থেকে মনের মধ্যে অন্যরকম একটি অনুভূতি হচ্ছিল। এমন অনুভূতি কখনোই অনুভব করিনি। এই যে দেশের জার্সি গায়ে এতো এতো সাফল্য পেয়েছি, সেগুলো এই অনুভূতির কাছে কিছুই না।’
এখন সন্তান আর স্ত্রীর পাশেই থাকবেন রুবেল। জানালেন, ‘আপাতত কিছুদিন স্ত্রীকে সময় দেবো। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেতো অবশ্যই খেলবো। আপাতত কয়টা দিন ছেলের সঙ্গে কাটাতে চাই আমি।’
এই সুখবর পেয়ে ভক্তরাও এখন অভিনন্দনে সিক্ত করছেন রুবেল হোসেনকে।
Discussion about this post