তিনি যে জাতীয় দলে উঠে আসবেন সেই ইঙ্গিত বিপিএলেই পাওয়া গিয়েছিল। খোদ টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা কথা বলছিলেন তার হয়ে। অবশ্য আবু হায়দার রনির নৈপুন্যই গড়ে দিয়েছিল আলাদা অস্তিত্ব। তারই পুরস্কার পেলেন এই পেসার। বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেলেন এই বাঁহাতি পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের শুরু নতুন বছর। তারপর ২০ ওভারের লড়াই-এশিয়া কাপ। শেষ হতেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। এ সব টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ঘোষণা করল ২৭ সদস্যের প্রাথমিক দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে আলো ছড়ান রনি। তাদের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। ১৯ বছর বয়সী রনি নেন ২১ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেট শিকারী তিনিই।
২৭ জনের দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন, মো. মিঠুন আর নুরুল হাসানের মতো তরুন ক্রিকেটার। ২০১৩ সালের পর ফিরলেন জহিরুল ইসলাম অমি।
রোববার সকালে মিরপুরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বিসিবি।
প্রাথমিক দল-
তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার, লিটন দাস, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী এবং শুভাগত হোম চৌধুরী।
Discussion about this post