বিপিএলের দ্বাদশ আসরের নিলামে অপ্রত্যাশিতভাবে প্রথম ডাকেই উপেক্ষিত হন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিলামের একেবারে শুরুতে রিয়াদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তখন তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। দীর্ঘ অপেক্ষার পর শেষ মুহূর্তে রংপুর রাইডার্স এগিয়ে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে স্কোয়াডে যুক্ত করে।
মাহমুদউল্লাহকে দলে ভেড়ানোর পর রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, তাদের দলে সিনিয়র–জুনিয়র সমন্বয় দারুণভাবে কাজ করবে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, দু’জন নয়। আমাদের সবচেয়ে সিনিয়র অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও রয়েছেন। স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে, কম্বিনেশনটা দারুণভাবে মিলবে। এটা আসলে বেশ স্বস্তির বিষয়ও, কারণ তাদের মধ্যে একজন সিনিয়র আছেন।’
রিয়াদের সঙ্গে একই দলে খেলতে পারার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন সোহান। তিনি বলেন, ‘আমি সত্যি বলতে খুব খুশি এবং ভীষণ রোমাঞ্চিত যে রিয়াদ ভাইয়ের সঙ্গে একসাথে খেলতে পারব। কারণ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়ার লিগ-সবই আমরা একই সময়ে শুরু করেছিলাম। তাই তার সঙ্গে একই দলে খেলতে এবং একই দলের অংশ হতে পারা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়।’
মুশফিককে দলে নেওয়ায় রংপুর ও রাজশাহীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সোহান আরও যোগ করেন, ‘মুশফিক ভাই, রিয়াদ ভাই বা আমাদের অন্যান্য সিনিয়ররা-বাংলাদেশের ক্রিকেটকে এক ধাপ থেকে আরেক ধাপে তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা রংপুর ম্যানেজমেন্ট থেকে এটা ভেবেছিলাম। রাজশাহীকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তারাও একইভাবে ভেবে মুশফিক ভাইকে দলে নিয়েছে। আমাদের হাতে সুযোগ থাকলে হয়তো দু’জনকেই নিয়ে নিতে পারতাম। তবুও ভালো লাগছে আলহামদুলিল্লাহ, মাঠে আমরা একসাথে খেলতে পারব।’
দীর্ঘদিন পর আয়োজিত নিলামে প্রথম ডাকেই দল না পেলেও পরবর্তীতে ক্যাটাগরি অপরিবর্তিত রেখেই মুশফিকুর রহিমকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। দলে সরাসরি যুক্ত থাকা তরুণ তারকা নাজমুল হোসেন শান্ত জানান, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নেওয়া ছিল টিম ম্যানেজমেন্টের পরিকল্পিত সিদ্ধান্ত। শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
নিলামে মুশফিকের ক্যাটাগরি অবনমন না করার সিদ্ধান্তটির প্রশংসাও করেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি (ক্যাটাগরি অবনমন না করা) প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’










Discussion about this post