এ মুহুর্তে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন তিনি। যদিও মুল দ্বায়িত্বটা বোলিং করা। সেটা দক্ষতার সঙ্গে সামলে ব্যাট হাতেও ঝড় তুলছেন। তাইতো রেকর্ডও সাদরে গ্রহন করছে রবিচন্দ্রন অশ্বিনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে এবার এই ভারতীয় ছুঁয়ে ফেললেন ইয়ান বোথামকে। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি তারকার একটি কীর্তিতে ভাগ বসিয়েছেন ভারতীয় অফস্পিনার।
এন্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলেন অশ্বিন। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও ২য় ইনিংসে ৮৩ রান দিয়ে ৭টি উইকেট নেন। তাতেই বোথাম ও জ্যাক গ্রেগরির পর মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে কোনো টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েন অশ্বিন।
এর আসেই সেই ১৯২০-২১ মৌসুমে ঘরের মাঠ মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে সর্বপ্রথম এই কীর্তি গড়েন সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্রেগরি। বোথাম একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার এই কীর্তি গড়েন। ১৯৭৮ সালে লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও ৭ উইকেট নেয়ার প্রথম কীর্তি গড়েন বোথাম। এরপর মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো এই রেকর্ড গড়েন তিনি।
তবে এই টেস্টেই ভারতীয় রেকর্ড গড়েন অশ্বিন। একমাত্র ভারতীয় যিনি দুবার একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন।
Discussion about this post