শিরোনাম দেখে কী চমকে উঠলেন! না, তেমন কিছু নয়, অবসর ভেঙ্গে ফিরছেন না তিনি। তবে ঠিকই যুক্ত হচ্ছেন বাংলাদেশ মোহাম্মদ রফিক। যদিও ২০০৮ সালে অবসর নেয়ারই পরই কোচ হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তখন ডাক মিলেনি। দেরিতে হলেও বোর্ড তাকে কাজে লাগাচ্ছে। এইচপির ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে রফিক ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করেছেন। এর বিসিবি আগে এইচপি ক্যাম্পে মোট পাঁচজন দেশি কোচকে নিয়োগ দিয়েছে।
তাছাড়া স্পিন কোচ হিসেবে ওয়াহিদুল হক গনি ছিলেন। তবে বাঁহাতি স্পিনারদের কথা ভেবেই রফিকে ডাক দিয়েছে বোর্ড। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম এ খবরের নিশ্চয়তা দিয়েছেন।
অবসরের পর থেকেই রফিক থাকছেন তার এলাকা কেরানীগঞ্জে। সেখানেই নিজের ব্যবসা দেখাশোনা করছেন। অবশ্য ক্লাব ক্রিকেটে মাঝেমধ্যেই কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।
Discussion about this post