রীতিমতো বিস্ময়কর! গিনেজ বুক, রেকর্ডের রেকর্ড সব যেন নতুন করে লিখতে হচ্ছে। এমন এক চমক জাগানিয়া রেকর্ড গড়লেন যা ভাঙ্গা কারোর পক্ষেই মনে হচ্ছে আর সম্ভব নয়। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত হাজার রান করে ফেললেন মুম্বইয়ের স্কুল ছাত্র প্রণব ধনওয়াদে। তিনি মুম্বাইয়ের কেসি গান্ধী হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র।
বয়স মাত্র ১৫। অনূর্ধ্ব-১৬ ভান্ডারি কাপে আর্য স্কুলের বিপক্ষে এই রেকর্ডটি করেন তিনি। আগের দিন ছিল ৬৫২ রানে নট আউট। মঙ্গলবার ইউনিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ১৪৬৫ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় প্রণবের স্কুল। তখন প্রণব ১০০৯ অপরাজিত। খেলেছেন ৩২৩ বল। ছিল ১২৯ চার ও ৫৯টি ছক্কা!
তার ক্রিকেটার হয়ে উঠার গল্পটা সিনেমাকেও হার মানাবে। তার বাবা পেশায় অটোচালক। দিন আনতে পান্তা ফুরোয় তাদের। সেই পরিবার থেকে উঠে আসা ছেলেটি এখন ভারতীয় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে।
বিশ্ব ক্রিকেট এক ম্যাচে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রান করার রেকর্ড এর আগে ছিল গ্রেট ব্রিটেনের এ ই জে কলিন্সের। ১৮৯৯ সালে ক্লার্ক হাউসের হয়ে নর্থ টাউন হাউসের বিপক্ষে অপরাজিত ৬২৮ রান করেছিলেন তিনি।
সোমবার ১৯৯ বলে ৬৫২ রান করে ওই রেকর্ডটি ভাঙ্গেন তিনি। প্রণবের বাবা প্রশান্ত ধনওয়াদে দারুণ খুশি। বললেন, ‘আমি তাকে নয় বছর বয়সে বান্দ্রার এমআইজিতে ক্রিকেট শেখার জন্য ভর্তি করে দিয়েছিলাম। কিন্তু অভাবের সংসারে তাঁদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তবু কষ্ট করে ছেলেকে ক্রিকেট খেলতে পাঠিয়েছি। এবার আশা করছি আমরা সুখের মুখ দেখবো।’
Discussion about this post