ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে পাওয়া স্কোরটা নিউজিল্যান্ডের দুই ওপেনারই টপকে যান। জিত রাভাল আর টম ল্যাথাম তুলে নেন শতরান। উইলিয়ামসনও সেঞ্চুরির পথে।
বাংলাদেশের করা প্রথম ইনিংসের ২৩৪ রান শুক্রবার অনায়াসেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা স্কোর বোর্ডে তুলে ৪ উইকেটে ৪৫১। ৬ উইকেট হাতে নিয়ে কিউইরা এগিয়ে ২১৭ রানে। উইকেটে কেন উইলিয়ামসন ৯১ রানে। সঙ্গী নেইল ওয়াগনার। এর আগে টম লাথাম ১৬১ ও জিত রাভাল করেন ১৩২ রান। সৌম্য সরকার নেন দুটি উইকেট।
আগের দিনের অপরাজিত জিত রাভাল ও টম ল্যাথামের উদ্বোধনী জুটি এনিদও দুর্দান্ত খেললেন। তারা গড়েন ২৫৪ রানের জুটি। নিউজিল্যান্ডের ইতিহাসের এটি তৃতীয় সেরা উদ্বোধনী জুটি। ১৭তম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান রাভাল। একই সঙ্গে টেস্টে হাজার রানও পূর্ণ হয়েছে তার। ল্যাথাম টানা তৃতীয় টেস্টে খেলেন দেড়শ ছাড়ানো স্কোর।
এদিন অনিয়মিত বোলার সৌম্য সরকারই ছিলেন তুলনামূলক কার্যকর। স্পিনে মেহেদী হাসান মিরাজ লাইন-লেংথ খুঁজে পাননি।
রাভাল আউট হয়েছেন ১৩২ রানে। উইলিয়ামসন নেমেই দাপটে খেলেন। ল্যাথামের সঙ্গে তার জুটিতে রান উঠতে থাকে ওয়ানডের গতিতে। শেস পর্যন্ত সৌম্যই থামান ল্যাথামকে। ওয়াইড স্লিপে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন মোহাম্মদ মিথুন। তার আগে ২৪৮ বলে ১৭ চার ও ৩ ছয়ে ১৬১ রান করেন ল্যাথাম। তার বিদায়ে ভাঙে ৮৮ বলে ৭৯ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১১৮ ওভারে ৪৫১/৪ (আগের দিন ৮৬/০) (রাভাল ১৩২, ল্যাথাম ১৬১ উইলিয়ামসন , টেলর ৪, নিকোলস ৫৩, ওয়াগনার ; আবু জায়েদ ২৩-৪-৬৫-০, ইবাদত ২১-৪-৭৭-০, খালেদ ২২-৬-৮৪-০, সৌম্য ১৮-১-৫৭-২, মিরাজ ৩১-১-১৪৯-১, মাহমুদউল্লাহ ১-০-৩-১, মুমিনুল ১-০-১১-০)।
Discussion about this post