হঠাৎ করে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ! আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় চোট পেয়ে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। স্ক্যান রিপোর্টে আঙুলে চিড় ধরা পড়ে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মুস্তাফিজের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। যদিও এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তাঁর, তবে খালেদ বাংলাদেশ দলের হয়ে ১৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে চোট পাওয়া মুস্তাফিজের জন্য নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময় এই ধরণের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
এবারের পাকিস্তান সফরে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, দ্বিতীয়টি ৩০ মে এবং শেষ ম্যাচ ১ জুন।
Discussion about this post