মুস্তাফিজ ইনজুরির ধাক্কা সামলে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? এমন প্রশ্নের মুখে যতো সময় যাচ্ছে ধুম্রজাল ছড়াচ্ছে। এইতো দু’দিন আগে সুখবর শোনা গিয়েছিল। বলা হয়, সপ্তা দুয়েকের মধ্যেই ফিরবেন কাটার মাস্টার। তার নিউজিল্যান্ড সফর নিয়েও নেই কোন শঙ্কা। কিন্তু একদিন বাদেই শঙ্কার কথা শোনা গেল। প্রশ্ন উঠেছে কিউই সফরে পুরোটাতে খেলতে পারবেন তো ‘দ্য ফিজ’?
টাইগারদের দলের নতুন ফিজিও ডিন কনওয়ের কথাতেই পরিকল্পনা যেন পাল্টে যাচ্ছে। চিকিৎসকদের সঙ্গে তার কথা ঠিকঠাক মিলছে না। দলের সঙ্গে যোগ দেয়া এই ফিজিও বৃহস্পতিবার বলছিলেন, মুস্তাফিজের ফিরতে আরো তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যেতে পারে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে ফিজিও জানাচ্ছিলেন, ‘দেখুন, মুস্তাফিজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগেই পুরোদমে বোলিং করতে পারবে। তবে এর অর্থ এই নয় যে ও ফিটনেস পুরোপুরি ফিরে পেয়েছে। ম্যাচ খেলার জন্য আরো তিন থেকে চার সপ্তাহ সময় দিতে হবে তাকে।’
নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ক্যাম্প করবে। তারপরই দলটি যাবে নিউজিল্যান্ডে। ২৬ ডিসেম্বরের দু’দলের প্রথম ওয়ানডেতে সফর শুরু। এ অবস্থায় কনওয়ে জানাচ্ছিলেন, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নয়, বরং দুই ম্যাচের টেস্ট সিরিজেই মুস্তাফিজকে পাওয়া যেতে পারে।
গত ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার। মুস্তাফিজ এর আগে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে ফেরেন গত ২২ আগস্ট।
Discussion about this post