এমন ঘোষণা আসবে সেটা নিশ্চিত ছিল আগেই। কেননা, লড়াইয়ে অন্যদের চেয়ে তিনি যে অনেকটা পথ এগিয়ে ছিলেন। তাইতো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়ে গেল রোববার রাতে। মুস্তাফিজুর রহমান হলেন এবারের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে যে ভোটাভুটি হল তাতে এক চেটিয়া দাপট তার। ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন মুস্তাফিজ। এরপরই বেঙ্গালুরুর লোকেশ রাহুল, পেয়েছেন ৬.৫ শতাংশ ভোট।
প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন হায়দারাবাদ সানরাইজার্সের এই টাইগার ক্রিকেটার। দলের প্রথমবারের মতো ট্রফি জয়ের পেছনে তার ছিল বড় ভূমিকা। ১৬ ম্যাচ খেলে নিয়েছেন উইকেট ১৭টি। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.৯০ রান। যা কীনা এবারের রেকর্ড।
তাইতো মুস্তাফিজ বন্দনায় সবাই। এবার চলুন দেখে নেই কে কি বলেছেন-
রমিজ রাজা: অ্যান্ডারসন, স্টেইনদের মতো প্লেয়াররা রয়েছেন। যাঁরা টেস্টে খুব ভাল। কিন্তু লিমিটেড ওভারের ক্রিকেটে এই মুহূর্তে সেরা পেসার মুস্তাফিজুর রহমানই।
মনোজ প্রভাকর: এটা নিয়ে কোনও সংশয় নেই মুস্তাফিজুরই এই মুহূর্তের সেরা বোলার। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ভাল ইয়র্কার করতে পারে। কিন্তু মুস্তাফিজুর এখন তাঁর সেরা ফর্মে রয়েছে। ও দারুণ দ্রুততার সঙ্গে কাটার করতে পারে। একই সঙ্গে বলে নানা রকম পরিবর্তন আনতে পারে।
কৃষ্ণমাচারি শ্রীকান্ত: এই মুহূর্তে তাঁর থেকে ভাল বোলার খুব একটা নেই। কিন্তু ওকে এই খেলাটা আরও কিছুদিন ধরে রাখতে হবে। তার পরই তাঁকে আমরা সেরার তকমা দিতে পারব।
ডেল স্টেইন: ওয়াসিম আকরামের মধ্যে যে এক্স ফ্যাক্টর ছিল সেটা মুস্তাফিজুরের মধ্যেও আছে। ওর বোলিং দেখতে দারুণ লাগে। ও যেভাবে পেসের পরিবর্তন করে সেটা আগে দেখিনি। ও আরও উন্নতি করবে।
রবি শাস্ত্রী: এ ছেলে বিস্ময় প্রতিভা। ভারতের বিরুদ্ধে একটা ওয়ান ডে সিরিজে দুটো পাঁচ উইকেট নেওয়া পারফরম্যান্স দিয়ে কেরিয়ার শুরু করেছিল। এরকম প্রতিভাকে লালন করতে হবে।
হাবিবুল বাশার: টি-টুয়েন্টিতে যেখানে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা সেখানে ও রানের উপর নিয়ন্ত্রণ রাখছে। ওকে মেরে খেলা বিপজ্জনক বলেই ব্যাটসম্যানরা মেরে খেলতে চায় না।
মুত্তিয়া মুরলিধরন: মুস্তাফিজুর শুধু বাংলাদেশ নয় এই আইপিএল-এ হায়দরাবাদেরও বড় সম্পদ হয়ে উঠে এসেছে। ওকে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে যেতে হবে। তবেই ওর জন্য আগামীতে ও আরও বড় সাফল্য পাবে।
Discussion about this post