অপেক্ষার প্রহর শেষে অবশেষে ঢাকায় ফিরলেন মুস্তাফিজুর রহমান। কাঁধের অস্ত্রোপচার কয়েক দিন বিশ্রামে ছিলেন। সেই ধাক্কা সামলে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কাটার মাস্টার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান উইমেন্স উইংয়ের প্রধান কর্মকর্তা শরীফুল ইসলাম সেলিম।
কাউন্টি খেলতে ইংল্যান্ড গিয়ে কাঁধের পুরনো চোটে পড়েন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে খেলতে গিয়েছিলেন ২০ বছর বয়সী এই পেসার। পরিস্থিতি এমন দাড়ায় যে অস্ত্রোপচার ছাড়া কোন উপায় ছিল না। গত ১১ আগস্ট অস্ত্রোপচার করা হয় মুস্তাফিজের। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ডু ওয়ালেস বাঁ-কাঁধের অস্ত্রোপচার সফলভাবে শেষ করেন।
এখন ফেরার লড়াই। সব কিছু ঠিকমতো এগিয়ে গেলে মাস ছয়েক লাগবে মাঠে ফিরতে। দেশে ফিরে বিমানবন্দরে মুস্তাফিজ বলেন, ‘আপাতত সব ঠিক আছে। সামনের কিছুদিন ঢাকাতেই থাকবো। এখন বিশ্রামেই থাকতে হবে। এরপর সার্জন অ্যান্ডু ওয়ালেসের নির্দেশনা অনুযায়ী বিসিবির চিকিৎসকরা আমার পুনর্বাসন চালিয়ে যাবেন। চার থেকে পাঁচ সপ্তাহ পর শুরু হবে আমার চূড়ান্ত পুনর্বাসন।’
বিমানবন্দরে মিডিয়াকে মুস্তাফিজ আরো বলেন, ‘আমার ইনজেকশন নেওয়ার অভ্যাস নেই, সেজন্যই হয়ত সুই দেখলে ভয় লাগে। অনেক সময় আমার মনে হচ্ছিল, ইনজেকশন দিলে ব্যথা লাগবে, অস্ত্রোপচার করলে লাগবে না।’
কিছুদিন পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। এখানে দর্শক হয়ে বসে থাকতে হবে। ব্যাপারটা মনে করিয়ে দিতেই কাটার মাস্টার বললেন, ‘খেলতে না পারলে খারাপ তো লাগবেই। চোটের অবস্থা ভালো আছে। ঠিকঠাক মতো এগিয়ে গেলে দ্রুত মাঠে ফিরতে পারবো।’
Discussion about this post