ইনজুরি কাটিয়ে উঠার পথে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ফের মাঠে দেখা গেল কাটার মাস্টারকে। বৃহস্পতিবার দেখা গেল বাঁহাতি এই পেসার বল করছেন নেটে। সকালে মিরপুরের একাডেমি মাঠে বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপের তত্ত্বাবধানে ৬ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। এর অর্থ পুনর্বাসন প্রক্রিয়া ভাল করেই এগিয়ে যাচ্ছে।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরেছিলেন চ্যাম্পিয়ন মুস্তাফিজ। তারপর বাড়িতে ছুটি কাটিয়ে এসে পুনবার্সন প্রক্রিয়ায় রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এ পেসার।
এরইমধ্যে জানা গেল- আগামী কয়েকদিন একদিন বিরতি দিয়ে নেটে বল করবেন মুস্তাফিজ। এই চোটের কারণে কাউন্টি দল সাসেক্সের খেলতে পারছেন না মুস্তাফিজ। তার দলটিও আশায় থেকে এখন বিরক্ত।
মুস্তাফিজের চোট প্রসঙ্গে ট্রেনার ভারায়ন বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তার বেশ উন্নতি হয়েছে। কিন্তু তাতে মোটেও মুস্তাফিজকে শতভাগ ফিট বলা যায় না। তবে পুরো ব্যাপারটা তার ইচ্ছার উপরই বেশি নির্ভর করছে। ও যত বেশি চেষ্টা করবে, তত দ্রুত মাঠে ফিরতে পারবে।’
তবে তার কাউন্টি থেকে অভিষেক হওয়ার ব্যাপারটি অনিশ্চিত হয়েই থাকল।
Discussion about this post