শুরু হয়ে গেল মুস্তাফিজুর রহমানের কাউন্টি অধ্যায়। ঢাকা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাতে সময় লেগেছে ১৩ ঘণ্টা। লন্ডনে পা দিয়েই চলে যান সাসেক্স ক্লাবে। সেখানে উঞ্চ অভ্যর্থনা শেষে বুঝে পেলেন জার্সি। সাসেক্স শার্কসের ৯০ নম্বর পেয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলেও কাটার মাস্টারের জার্সি নম্বর ৯০। কিছুদিন আগে একইভাবে আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের হয়েও মাঠ মাতিয়েছেন এই ৯০ নম্বর জার্সিতেই।
এর আগে বুধবার রাতে ইংল্যান্ড পৌঁছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই সাসেক্সের জার্সি গায়ে ইংলিশ ক্রিকেটে অভিষেক হয়ে যাচ্ছে এই পেসারের। প্রতিপক্ষ এসেক্স ইগলস। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই ম্যাচ।
মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বসিত সাসেক্স। দলটির নিজস্ব ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘দ্য ফিজ হ্যাজ অ্যারাইভড!’ জানানো হয় বৃহস্পতিবারই সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হচ্ছে তাঁর।
তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংলিশ ক্রিকেটে অভিষেক হবে মুস্তাফিজুরের। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশকে।
Discussion about this post