টানা দুটো সিরিজ মিস করলেন তিনি। খেলতে পারলেন না আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে। এমন কী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারবেন না মুস্তাফিজ। তবে সুসংবাদ আছে। কাঁধের সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপও শেষ করেছেন। এখন বল হাতে নেয়ার অপেক্ষায় কাটার মাস্টার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফেরার পরিকল্পনা করছেন মুস্তাফিজ। যা কীনা ডিসেম্বরের শেষে শুরু হবে। তবে এখন চলবে পুনর্বাসন প্রক্রিয়ার তৃতীয় ধাপ।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সোমবার জানালেন এবার স্কিল নিয়ে কাজ শুরু হবে।টেনিস বলে বল করার চেষ্টা করবেন। এরপর ক্রিকেট বলে। পুনর্বাসনের তৃতীয় ধাপটি হবে ৪-৬ সপ্তাহের। এটি শেষ করলেই ম্যাচ অনুশীলন শুরু করতে পারবেন মুস্তাফিজ।
আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ময় জাগানো এই পেসার ইনজুরিতে পড়েন এ বছরের মাঝামাঝি সময়ে। কাউন্টি ক্রিকেট খেলার সময় চোট পান কাঁধে। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধে সফল অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তিনি মাঠের বাইরে।
Discussion about this post