ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই ক্যারিয়ারে সুসময় ফিরে পেয়েছেন মুশফিকুর রহীম। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। খেলেন ২১৯ রানের ইনিংস। টেস্টে বাংলাদেশের পক্ষে যে কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি আসে তার ব্যাট থেকে। সেই সাফল্যের পথ ধরে মঙ্গলবার আইসিসি র্যাঙ্কিংয়ে অনন্য উচ্চতায় এখন মুশফিক।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা বিশে জায়গা পেলেন এই ব্যাটসম্যান। উন্নতি হয়েছে বোলার মেহেদী হাসান মিরাজের। বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।
মুশফিক ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পয়েছেন ঢাকার মাঠে। সেই সাফল্যের পর এবার র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে গেলেন তিনি। এখন আছেন ১৮ নম্বরে। এটিই মুশফিকের ক্যারিয়ারের সেরা অবস্থান।
মিরাজ ঢাকা টেস্টের দুই ইনিংসে নেন ৮ উইকেট। এই সাফল্যের পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন তিনি। আছেন ২৮ নম্বরে। আরেক স্পিনার তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা হয়েছেন। দুই টেস্টেই মিলেছে সাফল্য। তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে আছেন তাইজুল।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা মিস করেন টাইগারদের ক্যাপ্টেন। দুইয়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। নয় নম্বরে থাকা লাল-সবুজ প্রতিনিধিদের এখন রেটিং পয়েন্ট ৬১।
Discussion about this post