জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজটি দলগত সাফল্যের দিক থেকে অম্লমধুর হলেও, কিছু বাংলাদেশি ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর উন্নতি করেছেন।
মিরাজ বল ও ব্যাট হাতে ছিলেন সিরিজের অন্যতম বড় পারফর্মার। দুই ম্যাচে দুইটি ফাইফার সহ ১৫ উইকেট ও এক ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। তার এই অলরাউন্ড পারফরম্যান্সে তিনি আইসিসির বোলিং র্যাংকিংয়ে উঠে এসেছেন ২৬ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায়ও তিনি উঠে এসেছেন ৩ নম্বরে—যেখানে সাকিব আল হাসান রয়েছেন যথারীতি শীর্ষ পাঁচে।
দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শান্ত ব্যাট হাতে পেয়েছেন গুরুত্বপূর্ণ রানে ফেরার ইঙ্গিত। তার র্যাংকিং ৪ ধাপ এগিয়ে এখন ৫৩তম। অন্যদিকে জাকের আলী ১০ ধাপ এগিয়ে এখন ৫০তম অবস্থানে। মুশফিকুর রহিম ও লিটন দাসের র্যাংকিংয়ে পতন অবশ্য চিন্তার জায়গা। ফর্মহীনতায় ভোগা মুশফিক ৮ ধাপ নেমে গেছেন ৪০তম স্থানে। লিটন দাস এক ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭তম অবস্থানে আছেন, যদিও তিনি সিরিজে খেলেননি।
তাইজুল ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় বোলার হিসেবে র্যাংকিংয়ে রয়েছেন ২৩ নম্বরে। মিরাজ আছেন তার ঠিক পেছনে। তরুণ নাহিদ রানাও অভিষেক সিরিজেই উঠে এসেছেন ৬৮ নম্বরে। ইনজুরিতে পড়া তাসকিন আহমেদের অবস্থান এখন ৫১তম।
Discussion about this post