একের বলে তারকার তারকা। ইনজুরির অনিশ্চয়তা কাটিয়ে তিনি কোপা আমেরিকার ম্যাচে মাঠে নামলেন। আর ম্যাজিক দেখালেন। বদলি হিসেবে মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নামলেন লিওনেল মেসি। তাতেই দেখা মিলল সেই যাদুর ছোঁয়া। তুলে নিলেন হ্যাটট্রিক। আর তাতেই পানামাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় শনিবার সকালে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে শেষ আধ ঘণ্টায় মেসির হ্যাটট্রিকের আগে বেশ ভালই খেলছিল দুর্বল পানামা। অবশ্য প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। দলটির হয়ে অন্য গোলটি সার্জিও আগুয়েরো।
এর আগে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ৬। এদিকে ফক্সবরোতে ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের উঠার পথ প্রস্বস্ত করেছে চিলি।
এখন পানামার সমান ৩ পয়েন্ট চিলির।
শতবর্ষের এবারের আয়োজন হচ্ছে লাতিন আমেরিকার বাইরে। আয়োজক মার্কিন যুক্তরাস্ট্র।
Discussion about this post