বল হাতে সেই ঝড় তোলা সময় যেন ফিরে পেয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করে উইকেট তুলে নিয়েছেন। এ মুহুর্তে তিনিই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ইংল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতেই এমন অর্জনের দেখা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান টপকে গেছেন তিনি। তার পুরস্কারটাও মিলল একদিন বাদেই। ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে ১৫ নম্বর থেকে উঠে এসেছেন ৯ নম্বরে। বলা দরকার, এটিই মাশরাফির ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং র্যাঙ্কিং।
এ বছর বল হাতে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন ম্যাশ। আফগানিস্তান এবং ইংল্যান্ড দুটো দলের বিপক্ষেই নজর কাড়া সাফল্য। ৬টি ওয়ানডে খেলে নিয়েছেন ১২ উইকেট। আফগানদের বিপক্ষে ৪টি ও ইংল্যান্ডের বিপক্ষে ৮টি উইকেট নেন তিনি। তাতেই বৃহস্পতিবার নড়াইল এক্সপ্রেস উঠে এসেছেন প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে (রেটিং পয়েন্ট ৬২৩)।
১৫ বছরের ক্যারিয়ারে আইসিসি র্যাঙ্কিংয়ে এমন সুদিন আর আসেনি মাশরাফির। এদিকে ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার পেছালেন দুই ধাপ।
ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে এখন মাশরাফির ১৬৬ ম্যাচে উইকেটসংখ্যা ২১৬টি। ১৬৩ ম্যাচে সাকিবের ২১৫টি।
Discussion about this post