দল চাপে রয়েছে। তাইতো জ্বর নিয়েই মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা। বল হাতে রীতিমতো ঝড় তুলেন। ১০ ওভার বল করে ৫৬ রান নেন ৪ উইকেট। তারপরও ব্যাটসম্যানদের ব্যার্থতায় হারে তার দল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখতে হলো কলাবাগান ক্রীড়া চক্র। তৃতীয় রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাশরাফির দল হারে ৪৭ রানে। এটি প্রাইম ব্যাংকের টানা দ্বিতীয় জয়।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলাবাগানের অধিনায়ক মাশরাফি। ৪৮.৪ ওভারে সবউইকেট হারিয়ে ২৮০ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৪৫.৪ ওভারেই ২৩৩ রানে শেষ হয় কলাবাগানের ইনিংস। তাইতো ২৬ বল বাকি থাকতেই ৪৭ রানের হারে মাশরাফির দল।
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলেও তৃতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেল তামিম ইকবালের দল। বিকেএসপিতে রোমাঞ্চকর লড়াই শেষে ব্রাদার্স ইউনিয়নকে ২ উইকেটে হারায় আবাহনী। তিন ম্যাচে আবাহনীর এটি দ্বিতীয় জয়। অন্যদিকে সমান ম্যাচে ব্রাদার্সের এটি দ্বিতীয় হার।
বিকেএসপির-৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রান করে ব্রাদার্স ইউনিয়ন। জবাবে ১ বল ও ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে আবাহনী।
Discussion about this post