পুরো জাতি শোকের চাদর বিছিয়ে পালন করছে মহান একুশে ফেব্রুয়ারি। যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার দাবিতে রাস্তায় নেমেছিলেন সেই যোদ্ধারা। গুলিতে প্রান হারিয়েছিলেন আমাদের ভাইরা। অনেক রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমরা বাংলার অধিকার।
পুরো জাতী এখন পালন করছে সেই মহা একুশে। মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার সঙ্গে একাত্ম হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারও। এশিয়া কাপের জন্য অনুশীলনে ব্যস্ত মাশরাফি বিন মর্তুজার দল। এরই ফাঁকে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলের শহীদ মিনারে তারা ফুল দিয়ে স্মরণ করলেন সেইসব ভাষা সংগ্রামীদের।
মাশরাফির নেতৃত্ব ক্রিকেটাররা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবাই।
বলা দরকার, এশিয়া শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।
Discussion about this post