আজই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ পুনরুদ্ধারের উৎসবটা শুরু করে দিতে পারতো লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু হল না। বিকেএসপিতে আবাহনী লিমিটেডের কাছে হেরে লড়াইয়ে খানিকটা পিছিয়ে গেল লিজেন্ডসরা। টুর্নামেন্টে বাড়তি সুবিধা পেতে থাকা আবাহনী ৬০ রানের জয় দিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী করে ৮ উইকেটে ২৯০ রান। জবাব দিতে নেমে ৪৪.৪ ওভারে ২৩০ রানে অলআউট রূপগঞ্জ।
ম্যাচটা আসলে মোসাদ্দেক ও সাকিবের কাছেই হেরে গেছে লিজেন্ডসরা। দু’জন ব্যাট হাতে হাল ধরেছেন দলের। এরপর বল হাতেও সেই একই ম্যাজিক।
এ জয়ে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আবাহনী। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৯০/৮ (তামিম ৩৩, লিটন ৫১, নাজমুল ১২, কার্তিক ১৩, সাকিব ৬৬, মোসাদ্দেক ৭৩, হাসান ১২, অভিষেক ১৫*, তাসকিন ৫, সাকলাইন ১*; তাইজুল ৩/৪৫, আসিফ ৩/৫৭, আলাউদ্দিন ২/৩৫)
রূপগঞ্জ: ৪৪.৪ ওভারে ২৩০ (জহুরুল ৭, সৌম্য ৯, জুনায়েদ ২, মিঠুন ৫৫, নাহিদুল ৩৬, পবন ১৫, আসিফ ৭০, মোশাররফ ১০, সাজ্জাদুল ১০, আলাউদ্দিন ৫, তাইজুল ৪*; মোসাদ্দেক ৫/৪৩, তাসকিন ২/৩১, সাকিব ২/৫০)
ফল: আবাহনী ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন।
Discussion about this post