বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সেখানে তারা ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচটি হবে ২৪ এপ্রিল, তবে সেটি মূলত একটি ওয়ার্ম-আপ ম্যাচ। এরপরই শুরু হবে প্রতিযোগিতামূলক সিরিজ।
সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনো জানায়নি এসএলসি।
সফরসূচি
প্রথম ওয়ানডে – ২৬ এপ্রিল
দ্বিতীয় ওয়ানডে – ২৮ এপ্রিল
তৃতীয় ওয়ানডে – ১ মে
চতুর্থ ওয়ানডে – ৩ মে
পঞ্চম ওয়ানডে – ৬ মে
শেষ ওয়ানডে – ৮ মে
Discussion about this post