তাদের পুরো পরিবারই ধর্মপ্রান। এক ভাই ইউসুফ পাঠান ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন। আবাহনীর হয়ে বেশ মানিয়েও নিয়েছিলেন। কিন্তু রোজা শুরু হতেই ফিরে যান ভারতে। বাবার নির্দেশ বলে কথা। পবিত্র মাহে রমজানে বড় কোন ম্যাচ না থাকলে ধর্ম পালন নিয়েই ব্যস্ত থাকেন তারা।
আরেক ভাই ইরফান পাঠানও এখন ধর্ম-কর্মে মেতে আছেন। পবিত্র ওমরাহ পালন করলেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে সেই খবরটিই জানালেন ইরফান।
আইপিএল শেষে সময় মিলতেই ইরফান ওমরাহ পালন করতে চলে যান পবিত্র মক্কায়। ওমরাহ পালন শেষে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার একটি ছবি পোস্ট করলেন ফেসবুকে। লিখলেন, ‘রমজানে পবিত্র ওমরাহ পালন করতে পেরে ভালো লাগছে।’
ইরফান-ইউসুফ দুই ভাই এখন ভারতীয় জাতীয় দলের বাইরে আছেন। এক সময় নিয়মিত ছিলেন একাদশে।
Discussion about this post