প্রত্যাশাটা আকাশ ছোঁয়া ছিল। ঠিক তাই হলো-মোটা অঙ্কে বিক্রি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্ব! আগামী পাঁচ বছরের জন্য ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের টিভি ও ডিজিটাল স্বত্ব মোট ৩৯ হাজার ৭৭৫ কোটি রুপিতে বিক্রি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
গত রোববার শুরু হয় ২০২৩ থেকে ২০২৭ সালের সম্প্রচার স্বত্বের জন্য অনলাইনে নিলাম। যেখানে প্যাকেজ ‘এ’-তে থাকা ভারতীয় উপমহাদেশের টিভি স্বত্বের প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ বিড সাড়ে ৫৭ কোটি রুপি। প্যাকেজ ‘বি’-তে ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব, যার প্রতি ম্যাচের জন্য সর্বোচ্চ বিড ৫০ কোটি রুপি।
আইপিএলে প্রতি মৌসুমে ম্যাচ সংখ্যা ৭৪টি। পাঁচ বছরের জন্য টিভি স্বত্বের মোট মূল্য ২১ হাজার ২৭৫ কোটি রুপি। ডিজিটাল স্বত্বে ১৮ হাজার ৫০০ কোটি রুপি। দুটি ক্যাটাগরি মিলিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে সর্বমোট ৩৯ হাজার ৭৭৫ কোটি রূপি। গতবারের চেয়ে এবার প্রায় আড়াইগুণ বেশিতে বিক্রি হলো স্বত্ব।
এবার দর বাড়ল ১৩৮ শতাংশ। তার পথ ধরে ইংলিশ প্রিমিয়ার লিগকেও ছাড়িয়ে গেছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি নিলামের আগে বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে বেশি আয় আইপিএলে। সেটিই সত্য হলো নিলাম শেষে।
এ বার আইপিএলে টেলিভিশনে ম্যাচ পিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি রুপি। ডিজিটাল মাধ্যমে ম্যাচ পিছু মূল্য ৪৮ কোটি টাকা। সব মিলিয়ে আইপিএলে প্রতিটি ম্যাচের সম্প্রচার মূল্য ১০৫ কোটি রুপি প্রতি ম্যাচে। এই অঙ্ক গোটা বিশ্বের খেলাধুলায় দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল। সেখানে এক ম্যাচে ২৭৪ কোটি রুপি পায় আয়োজকরা। তবে আইপিএল পেছনে ফেলল ইংলিশ প্রিমিয়ার লিগকে। যেখানে ম্যাচ পিছু স্বত্ব মূল্য প্রায় ৮৯ কোটি রুপি। মেজর লিগ বেসবলে ৮৯ কোটি রুপি।
Discussion about this post