কোন নাটকীয় নয়, আগের দিনের দাপট ধরে রেখেই কলকাতা টেস্ট জিতে নিল ভারত। ইডেন গার্ডেন্সে সোমবার দারুণ দাপটে সফরকারী নিউজিল্যান্ড ১৭৮ রানের বড় ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচ সিরিজ (২-০) জিতে নিল বিরাট কোহলির দল।
এই জয় আরো একটা কারণে স্মরনীয় হয়ে থাকবে। ঘরের মাঠে ২৫০তম টেস্ট জয় বলে কথা। একইসঙ্গে পাকিস্তানকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেল ভারত।
ইডেনে জয়ের জন্য ৩৭৬ রানের বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ১৯৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ১৯৭ রানের জিতেছিল ভারত। টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৩১৬/১০ (পূজারা ৮৭, রাহানে ৭৭, ঋদ্ধিমান ৫৪*; বোল্ট ২/৪৬, হেনরি ৩/৪৬, ওয়াগনার ২/৫৭ ও প্যাটেল ২/৬৬) ও ২য় ইনিংস: ২৬৩/১০ (রোহিত ৮২, কোহলি ৪৫, হৃদ্ধিমান ৫৮*; হেনরি ৩/৫৯, স্যান্টনার ৩/৬০ ও বোল্ট ৩/৩৮
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২০৪/১০ (জিতান প্যাটেল ৪৭, রনকি ৩৫, ও টেলর ৩৬; ভুবনেশ্বর ৫/৪৮, শামি ৩/৭০, জাদেজা ১/৪০, অশ্বিন ১/৩৩) ও ২য় ইনিংস: ১৯৭/১০ (লাথাম ৭৪, রনকি ৩২, গাপটিল ২৪, নিকোলস ২৪; জাদেজা ৩/৪১, অশ্বিন ৩/৮২, শামি ৩/৪৬
ফল: ভারত ১৭৮ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত
Discussion about this post