হারের মঞ্চটা তৈরিই ছিল। কিন্তু সকালেই এভাবে সব তছনছ হয়ে যাবে কে জানতো?
রোববার ম্যাচের চতুর্থ দিনেলাঞ্চের আগেই অলআউ বাংলাদেশ। ৪০ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারিয়ে ইনিংস শেষ ২৩৪ রানে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে লিড নিল ভারত।
পরিসংখ্যান জানাচ্ছে-রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। ভারতের এই জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে তার ৬ উইকেট। সেঞ্চুরি তো আছেই।
আজ ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এ দিন প্রথম ঘণ্টা কাটান নিরাপদে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন সাকিব-শান্ত। তবে বিপদটা বাঁধান সাকিব।
সাকিবের আউটে ব্যাটিং ধ্বসের শুরু। এরপর একে একে ফিরে যান লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, শান্ত, তাসকিন আহমেদরা। মাত্র ৪০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে সর্বনাশ। দলের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অশ্বিন পাঁচ উইকেট পূর্ণ করার মধ্য দিয়ে তিনি ভেঙে দেন নাথান লায়নের রেকর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এতদিন যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড ছিল লায়ন ও অশ্বিনের।
এদিকে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার। সিরিজে ফিরতে যেখানে জিততেই হবে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০
ভারত ২য় ইনিংস: ২৮৭/৪ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: ৬২.২ ওভারে ২৩৪ ৬২.১ ওভারে ২৩৪/১০ (শান্ত ৮২, সাকিব ২৫, মিরাজ ৮, তাসকিন ৫, হাসান ৭, নাহিদ ০*; বুমরাহ ১০-২-২৪-১, সিরাজ ১০-৫-৩২-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ২১-০-৮৮-৬, জাদেজা ১৫.১-২-৫৮-৩)।
ফল: ভারত ২৮০ রানে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post