মিরপুরের শেরেবাংলায় শনিবার সন্ধ্যায় মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। যা্কে বলা হয় ক্রিকেটের সেরা দ্বৈরথ। চলুন তার আগে দেখে নেই দুই ‘চির শক্রু’র লড়াইয়ের কিছু পরিসংখ্যান-
# এশিয়া কাপে ভারত-পাকিস্তান এর আগে ১১বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে পাঁচ বার করে। ১৯৯৭-এ ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির জন্য পন্ড হয়।
# মজার ব্যাপার হল-এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের দেখা হয়নি।
# এশিয়া কাপের ফাইনালে ভারত উঠেছে আটবার। চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। প্রতিবার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা।
# এনিয়ে পাকিস্তান চারবার উঠল ফাইনালে। ২০০০ ও ২০১২ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। ২০০০-এ শ্রীলঙ্কা ও ২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান শিরোপা জিতে।
# ১৯৯৩-এর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্কের কারণে সেবার হয়নি এশিয়া কাপ।
# ১৯৯১-এর এশিয়া কাপ থেকে নাম তুলে নেয় পাকিস্তান। সেবার ভারতের মাটিতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ।
Discussion about this post