ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের বাইরে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে ভুলেই গেছে ইংল্যান্ড। আর উপমহাদেশে দলটির সাফল্য নেই বললেই চলে। সেই ইংল্যান্ডই কীনা এবার চমকে দিয়েছে। সোমবার সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। একইসঙ্গে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। ইতিহাস জানাচ্ছে, ১৯৬৩ সালের পর আবারো দেশের বাইরে কোন প্রতিপক্ষকে টেস্টে ৩-০ তে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড দল।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার সামনে ছিল বড় লক্ষ্য। ৩২৭ রান টেস্টে অবশ্যই বিশাল টার্গেট। সেই রানের সামনে নেমে ২৮৪ রানে আটকে গেছে তারা। ৪২ রানে ম্যাচের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংলিশরা।
ম্যাচে স্বাগতিকদের স্পিনেই বধ করেছে সফরকারীরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহ নিজেদের অস্ত্রেই নাকাল হলেন। জ্যাক লিচ ও মঈন আলি ম্যাচে তুলে নেন ৪টি করে উইকেট তুলে। দুজনই সিরিজে নিয়েছেন ১৮টি করে উইকেট।
সোমবার মিশন ইমপসিবলে নেমে ষষ্ঠ উইকেটে বেশ লড়েছিলেন কুসল মেন্ডিস ও রোশেন সিলভা। তারা গড়েন ১০২ রানের জুটি। ইংল্যান্ডের ক্রিকেটারদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছিলেন তারা। কিন্তু ৮৬ রানে রানে মেন্ডিস আউট হতেই সর্বনাশ। এরপর ৬৫ রানে রোশেনও আউট। তবে শেষ দিকে সুরাঙ্গা লাকমল ও মালিন্দা পুস্পকুমারা গড়েন ৫৮ রানের জুটি। পুস্পকুমারা করেন ৪২ রান।
সিরিজে দুই দলের স্পিনাররা শিকার করেন মোট ১০০ উইকেট। এটি তিন ম্যাচ সিরিজে স্পিনে সবচেয়ে বেশি শিকারের রেকর্ড। ১৯৯৮ সালে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে স্পিনাররা নিয়েছিলেন ৭৯ উইকেট। স্পিনারদের মুখেই থাকল হাসি!
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩৬/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৪০/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ২৩০/১০
শ্রীলঙ্কা: (লক্ষ্য ৩২৭) ৮৬.৪ ওভারে ২৮৪/১০ (আগের দিন ৫৩/৪) (কুসল মেন্ডিস ৮৬, সান্দাক্যান ৭, রোশেন ৬৫, ডিকভেলা ১৯, দিলরুয়ান ৫, লাকমল ১১, পুস্পকুমারা ৪২*; মঈন ৪/৯২, লিচ ৪/৭২, স্টোকস ১/২৫)।
ফল: ইংল্যান্ড ৪২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ৩-০তে জয়ী
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো
সিরিজসেরা: বেন ফোকস
Discussion about this post