ভোর রাতে তখন ঘুমিয়ে বাংলাদেশ। কিছুক্ষণ পরই ভেসে আসবে ফযরের সমধুর আযান। ঠিক তখনই কেঁপে উঠল গোটা দেশ। পাঁচটার দিকে ভূমিকম্প হয় ভারতের মণিপুরে। তার উত্তাপ লাগল বাংলাদেশের গায়েও।
চমকে ঘুম থেকে উঠে গেলেন অনেকেই। কেউ আবার চলে গেলেন রাস্তায়। ভূমিকম্পে এমন উদ্বিগ্ন মানুষের তালিকায় আছেন ক্রিকেটাররাও। তাদের অন্যতম
জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভীতিকর সেই পরিস্থিতির কথা বললেন সাব্বির রহমানের এবং নাসির হোসেন।
মুশফিক তার ভেরিফাইড পেজে লিখেন, ‘ভূমিকম্পের পরে আফটার শক বলে একটা ব্যাপার থাকে। তাই সকলে সাবধান থাকুন এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয় গুলো মেনে চলুন।’
নাসির হোসেন লিখেন, ‘যখন আমরা সবাই গভীর ঘুমে ছিলাম, এক ভয়ংকর ভূমিকম্প আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের আরেকটি দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিলো। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’
সাব্বির রহমান লিখেছেন, ‘বড় ধরণের ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। এটা আসলেই অনেক শক্তিশালী ছিল। ৬ দশমিক ৭। আল্লাহ আমাদের সকলের সহায় হন।’
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
Discussion about this post