‘প্লেয়ার ড্রাফট’ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য দল পেলেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন-রুবেলরা। রোববার হোটেল লা ম্যারিডিয়ানে চলা নিলাম পর্বের শেষ ভাগে আইকন ও এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের দলে টানার সুযোগ পেয়েছিল ক্লাবগুলো।
এর আগে মোট ১৩ রাউন্ডে ক্রিকেটারদের দলে টেনেছে ক্লাবগুলো। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দেওয়া তালিকা অনুযায়ী প্রিমিয়ার লিগের জন্য ১২টি ক্লাব ‘প্লেয়ার ড্রাফট’র মাধ্যমে ক্রিকেটারদের বেছে নেয়।
আইকন ক্যাটাগরি থেকে কে কোন দলে-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: সাব্বির রহমান
আবাহনী লিমিটেড: তামিম ইকবাল, সাকিব আল হাসান
মোহামেডান স্পোর্টিং ক্লাব: মুশফিকুর রহিম
ব্রাদার্স ইউনিয়ন: ইমরুল কায়েস
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: মাহমুদউল্লাহ রিয়াদ
কলাবাগান ক্রীড়া চক্র: মাশরাফি বিন মুর্তজা
এছাড়া এ-প্লাস ক্যাটাগরিতে দল পেয়েছেন সৌম্য সরকার (রূপগঞ্জ), মুস্তাফিজুর রহমান (মোহামেডান), এনামুল হক বিজয় (ম্যাগনাম), নাসির হোসেন (দোলেশ্বর)।
Discussion about this post