রোববার দুপুরে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য ‘প্লেয়ার ড্রাফট’। রাজধানীর ঢাকার হোটেল লা ম্যারিডিয়ানে চলছে ক্রিকেটারদের এই নিলাম পর্ব।
ক্লাবগুলো গত মৌসুমের স্কোয়াড থেকে দুজন করে ক্রিকেটারকে নিজেদের দলে ধরে রেখেছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) দেওয়া তালিকা অনুযায়ী প্রিমিয়ার লিগের জন্য ১২টি ক্লাব ‘প্লেয়ার ড্রাফট’র মাধ্যমে ক্রিকেটারদের বেছে নিচ্ছেন।
এক নজরে দল পেয়েছেন যে ক্রিকেটাররা-
১. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
রুবেল হোসেন, মেহেদি মারুফ, তাবিবুর রহমান, নাজমুল ইসলাম। ক্লাবটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীকে আগে থেকেই দলে ধরে রেখেছে।
২. প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
ফরহাদ রেজা, আল আমিন হোসেন, রকিবুল হাসান, রাতুল আহমেদ। তারা উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও বাঁহাতি স্পিনার সানজামুল হককে ধরে রেখেছে।
৩. আবাহনী লিমিটেড
তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, আবুল হাসান রাজু, নাজমুল হোসেন শান্ত। ক্লাবটি আগে থেকেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মোসাদ্দেক হোসেনকে ধরে রেখেছে।
৪. কলাবাগান ক্রিকেট একাডেমি
মাইশুকুর রহমান, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, আবু জায়েদ রাহি। তারা আগে থেকেই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল হাসানকে ধরে রেখেছে।
৫. মোহামেডান স্পোর্টিং ক্লাব
এনামুল হক জুনিয়র, সৈকত আলি, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র। ক্লাবটি আগে থেকেই অলরাউন্ডার নাঈম ইসলাম ও আরিফুল হককে নিজেদের ডেরায় রেখেছে।
৬. লিজেন্ডস অব রূপগঞ্জ
আসিফ আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি। তারা ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে ধরে রেখেছে।
৭. ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
ধীমান ঘোষ, কামরুল ইসলাম রাব্বি, আব্দুল মজিদ। ক্লাবটি ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভকে ধরে রেখেছে।
৮. ব্রাদার্স ইউনিয়ন
শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহিদ, নাবিল সামাদ, জাকির হোসেন। তারা আগে থেকেই বাঁহাতি স্পিনার আসিফ হাসান ও অলরাউন্ডার ইফতিখার সাজ্জাদকে নিজেদের দলে রেখেছে।
৯. শেখ জামাল ধানমন্ডি ক্লাব
মার্শাল আইয়ুর, শফিউল ইসলাম, মুক্তার হোসেন, জয়রাজ শেখ। ক্লাবটি বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও অফ-স্পিনার সোহাগ গাজীকে নিজেদের ডেরায় ধরে রেখেছে।
১০. কলাবাগান ক্রীড়া চক্র
মেহরাব হোসেন জুনিয়র, তানভির হায়দার খান, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ শফিউল্লাহ। তারা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও ব্যাটসম্যান তাসামুল হককে ধরে রেখেছে।
১১. ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)
রাজিন সালেহ, অমিত মজুমদার, নাসুম আহমেদ, সাঈদ সরকার। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা উদ্বোধনী সাইফ হাসান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে ধরে রেখেছে।
১২. ম্যাগনাম ক্রিকেটার্স
শামসুর রহমান, ফরহাদ হোসেন, মোহাম্মদ শরিফ, মেহেদি হাসান। ক্লাবটি গত মৌসুমের স্কোয়াড থেকে কাউকে ধরে রাখেনি।
Discussion about this post