ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে শুক্রবার হারিয়েছে গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে ৩ উইকেটে জিতে ইমরুল কায়েসের দল।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৭.৫ ওভারে ১৩৮/১০ (রবি ৪, রাফসান ৯, মাহিদুল ৫৭, ইফতেখার ২, অমিত ০, মেনারিয়া ১৫, নাজিম ২১, মাসুম ৭, রবিউল ৭*, ইরফান ২, তানভীর ১; আবু হায়দার ১/২২, মাইশুকুর ১/৬, মেহেদি ২/১৮, নাসুম ১/৩৫, রাব্বি ৫/২৪, রসুল ০/২৮)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৯.৫ ওভারে ১৪২/৭ (রনি ২, ইমরুল ৫, শামসুর ৫১, মাইশুকুর ৫, মেহেদি ০, রসুল ৫৯*, তারেক ১, শামসুল ৬, আবু হায়দার ৬*; রবিউল ৫/৪১, রবি ০/১১, ইরফান ০/২৪, মাসুম ০/২৩, তানভীর ১/৩৪, মেনারিয়া ০/৮)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কামরুল ইসলাম রাব্বি
#################
শুক্রবার ডিপিএলের আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪৮/৮ (সাইফ ৯, সৈকত ৫, ফরহাদ ১৯, জসিম ২০, মার্শাল ৬৮, তাইবুর ৭২*, নাসিম ১৭, রেজা ৭, মাহমুদুল ১৬; শফিউল ৩/৬৪, আলাউদ্দিন ৩/৪৯, সাকলাইন ১/৪০, ডি সিলভা ০/৫৪, সোহাগ ১/৩৭)
মোহামেডান: ৫০ ওভারে ২৫১/৯ (অভিষেক ১১, মজিদ ২, তুষার ১৯, রকিবুল ১৬, শুক্কুর ৩০, নাদিফ ৩০, ডি সিলভা ১২, সোহাগ ৭০, আলউদ্দিন ৩৮, শফিউল ১০*, সাকলাইন ১*; সানি ০/৩৯, রেজা ৪/৫৫, এনামুল জুনিয়র ১/৩৮, সৈকত ২/৫২, মাহমুদুল ০/২৬, নাসিম ২/২৮)
ফল: মোহামেডান ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সোহাগ গাজী
####
ডিপিএলে দিনের আরেক ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০ রানে জিতেছে বিকেএসপি।
সংক্ষিপ্ত স্কোর-
বিকেএসপি: ৫০ ওভারে ২০১/৮ (রাতুল ৯, মাহমুদুল ৬৬, কাইয়ুম ১৯, শামিম ২২, আকবর ৫, আমিনুল ৩৩, পারভেজ ২৭*, আবু নাসের ০, সুমন ১০*; নাহিদ ২/৩০, রশিদ ০/২৮, রাজা ১/২৪, পায়েল ১/৩৬, গাফ্ফার ২/৩৪, মোহাইমিনুল ১/৪৬)
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৪৯ ওভারে ১৮১ (তানজিদ ১৮, আনিসুল ১৪, জনি ২৫, মোহাইমিনুল ১, রাজা ৫১, মিনহাজ ১, শাকির ৫০, গাফ্ফার ২, রশিদ ৪, নাহিদ ২, পায়েল ১*; মুকিদুল ১/৪৩, শামিম ১/২১, আবু নাসের ২/২৩, সুমন ৪/৪১, কাইয়ুম ০/২১, মুরাদ ২/৩০)
ফল: বিকেএসপির ২০ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান জয়
Discussion about this post