সেই সমালোচিত ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে এবার হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম) এজন্য খেলোয়াড়দের ক্যাটাগরি তৈরি করেছে। তারই প্রস্তাবিত মূল্য তালিকা তারা পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
জানা গেছে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্যে নির্ধারণ করা হল ৩০ লক্ষ টাকা। এ ক্যাটাগরিতে ২০ লক্ষ টাকা। এছাড়া বি ১৫, বি+১২, সি ৮, ডি ৪.৫ এবং ই ৩ লক্ষ টাকা।
এর আগে ঢাকা লিগে এর আগেও একবার বাই চয়েজে দল বদল করেছিলেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সেটাই প্রথম এবং সেটাই শেষ। কিন্তু ফিরে এল এই পদ্ধতি।
ক্রিকেটাররা এই নিয়মের বিরুদ্ধে আছেন। এরইমধ্যে মাশরাফি বিন মর্তুজা এনিয়ে আপত্তি তুলেছেন। কারণ এ কারনে ক্রিকেটারদের ইচ্ছে মতো ক্লাব বেছে নেওয়ার সুযোগ থাকেনা। তারা কম মুল্যে বাধ্য হয়েই খেলেন।
Discussion about this post