স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট শেষ করল ভারত। জয় দিয়ে শুরু, জয় দিয়েই শেষ। গতকাল রোববার দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারত ৪ উইকেটে ফাইনালে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।
এর আগে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি জেতে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দীর্ঘ ১২ বছর উড়ল ভারতের পতাকা। চ্যাম্পিয়ন হলেন রোহিত-বিরাট কোহলিরা।
এই সাফল্যে মোটা অঙ্কের অর্থও পেয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দল পেয়েছে প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
৫ম ও ৬ষ্ঠ স্থানে থাকা আফগানিস্তান ও বাংলাদেশ পেয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা করে। শুধুমাত্র অংশগ্রহণের জন্যও বাংলাদেশ দল পেয়েছে প্রায় দেড় কোটি টাকা। এর মানে কোনো ম্যাচ না জিতেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের মোট ৫ কোটি ৭৩ লাখ টাকা।
চলুন দেখে নেই সদ্য শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি-
চ্যাম্পিয়ন: ভারত
রানার্স আপ: নিউজিল্যান্ড
ফাইনালের সেরা ক্রিকেটার: রোহিত শর্মা (৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৭৬ রান)
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার: রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)
গোল্ডেন ব্যাট (সবচেয়ে বেশি রান): রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)
গোল্ডেন বল (সবচেয়ে বেশি উইকেট): ম্যাট হেনরি (৪টি ম্যাচে ১০টি উইকেট)
Discussion about this post