চাকার ধরতে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিকে চোখ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাসকিন আহমেদ আর আরাফাত সানির ঘটনা সতর্ক করে দিয়েছে তাদের। সব মিলিয়ে এবারের লিগে ১০ জন বোলারের বিরুদ্ধে এবারের লিগে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযোগ ওঠে। মঙ্গলবার এসব ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি।
জানা গেছে প্রিমিয়ার লিগে চাকিংয়ে সন্দেহ করা হয়েছে যে এগার বোলারকে। যারা হলেন- আরাফাত সানি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স), মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স), অমিত কুমার নয়ন (আবাহনী), রেজাউল করিম (প্রাইম দোলেশ্বর), মোহাম্মদ শরিফুল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ), নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান), ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান), সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন) এবং মোহাম্মদ সাইফুদ্দিন (সিসিএস)।
অভিযুক্ত এই বোলারদের নিয়ে আগামী ২০ জুলাই থেকে কাজ শুরু করবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। অবশ্য আরাফাত সানিকে সেখানে দেখা যাবে না। বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের সঙ্গে এরইমধ্যে অ্যাকশন শুধরানোর কাজ শুরু করছেন সানি।
Discussion about this post