পয়েন্ট তালিকায় দাপুটে বিচরন ছিল মোহামেডানের। কিন্তু এবার পথ হারাল তারা। প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) হারাল তারা। রিজার্ভ ডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩১ রানে জিতেছে সিসিএস।
সংক্ষিপ্ত স্কোর-
সিসিএস: ২৪.৫ ওভারে ১৪৯ (পিনাক ১, রাজিন ১০, সাইফ ১৩, সালমান ৫৮, অমিদ ২৪, মেহরাব ০, সাঈদ ০, উত্তম ২৩*, নাসুম ৯, নবি ০, শাওন ১*; শুভাশিস ১/২২, হাবিবুর ২/২৩, নাঈম জুনিয়র ১/২৮, এনামুল জুনিয়র ১/৩২, নাঈম ০/১৩, আরিফুল ৩/২৯)।
মোহামেডান: ২১ ওভারে ১১৭ (এজাজ ৩৫, নাঈম ৫, মুশফিক ৪, মানহাস ২, আরিফুল ০, ফয়সাল ৬, নাজমুল ৩২, হাবিবুর ২০, নাঈম ৮, এনামুল ৪, শুভাশীষ ০*; মেহরাব ৪/১৪, সালমান ৩/২৭, শাওন ১/২৬, সাইফ ১/২৮)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সিসিএস ৩১ রানে জয়ী
ম্যাচসেরা: সালমান হোসেন।
###############
এদিকে রোববার রিজার্ভ ডে’তে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রিকেট একাডেমি:২১ ওভারে ৮৯ (ইরফান ১২, আরাফাত ৯, যতিন ১, মাহমুদুল ৭, মেহেদি ১৯, তাপস ১২, নুরুজ্জামান ০, প্রসেনজিত ১১, বিশ্বনাথ ২, হালিম ১১, জায়েদ ৩*; মনির ৩/১২, আজিম ৩/২৩, জয়াসুরিয়া ১/১২)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১০.৩ ওভারে ৯২/২ (মারুফ ৫, শাহনাজ ২২, সাব্বির ৪০*, নুরুল ১৫*; মেহেদি ১/১২, জায়েদ ১/২২)
ফল: প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মনির হোসেন।
Discussion about this post