অনেক শঙ্কা আর জল্পনার যেন অবসান হল। বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত একমাত্র টেস্ট ম্যাচটির সময়সূচি জানা গেল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বুধবার টাইগার ভক্তদের শোনাল সেই সুসংবাদ। আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারত ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিসিআই।
সেই ২০০০ সালে টেস্ট অঙ্গনে পথচলা শুরু বাংলাদেশের। টেস্ট স্ট্যাটাস লাভ করার পর সব টেস্ট খেলুড়ে দেশেই সফর করেছে টাইগাররা। কিন্তু অপ্রিয় হলেও সত্য এখনো ভারতের মাটিতে টেস্ট খেলা হয়নি। অবশেষে সেই ‘সোনার হরিনে’র দেখাও মিলল।
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বুধবার জানালেন, ‘দেখুন, শীর্ষ সারির টেস্ট দল হওয়ায় প্রতিটি টেস্ট খেলুড়ে দেশকেই ভারতে টেস্ট খেলার সুযোগ করে দেয়া বিসিসিআইয়ের দায়িত্বের মধ্যে পড়ে। আগামী বছরের শুরুর দিকে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক একমাত্র টেস্টের দিনক্ষণ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি।’
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর ভারতের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাপন, ‘অবশেষে ভারতের মাটিতে টেস্ট খেলার জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমি বলব, সময় এখন উদযাপনের।’
বলা দরকার, ২০০০ সালে টেস্ট অভিষেকের পর নিজেদের প্রথম ম্যাচটি কিন্তু ভারতের বিপক্ষেই খেলেছিল বাংলাদেশ। এরপর প্রতিবেশী দেশের বিপক্ষে আরো চারটি টেস্ট খেলেছে টাইগাররা।
Discussion about this post