দেশটির ক্রিকেটে এখনো লাগে নি পেশাদ্বারিত্বর ছোঁয়া। তারপরও বাংলাদেশকে বুধবার চ্যালেঞ্জ জানাল নেদারল্যান্ডস। সঙ্গে ধর্মশালার আবহাওয়া চোখ রাঙাল।
সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার ফিট উচ্চতার মাঠে ঠিকমতো নিঃস্বাস নিতেও কষ্ট হল মাশরাফিদের। এ কারনেই কীনা কে জানে প্রথম ম্যাচটা জিততে বেশ বেগ পেল বাংলাদেশ। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারাল টাইগাররা।
ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নামে মাশরাফির দল। তামিম ইকবালের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলে ১৫৩ রান। জবাব দিতে নেমে ভয় ধরিয়ে দিয়েছিল ডাচরা। শেষ পর্যন্ত বোলারদের দক্ষতায় সেই চাপ সামলায় দল। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে নেদারল্যান্ডস।
বাংলাদেশের চ্যালেঞ্জ বেশ করেই নিয়েছিল ডাচরা। অবশ্য তাদের দলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সংখ্যাই বেশি। সেই দল নিয়ে বেড় লড়েছে। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাদের।
দুটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন এবং সাকিব আল হাসান। একটি করে উইকেট নেন নাসির এবং মাশরাফি।
এর আগে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টাইগারদের হয়ে একাই লড়লেন তামিম ইকবাল। মনে হচ্ছিল টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি বুঝি দেখবে দল। কিন্তু হল না। টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেললেন তামিম। করলেন অপরাজিত ৮৩ রান। অপরাজিত সেই ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছয়। খেলেন ৫৮ বল।
১৫ রান করেন সাব্বির রহমান। ৫ রানে আউট সাকিব। মাহমুদউল্লাহ রিয়াদও বেশি দুর যেতে পারেন নি (১০)। এই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। ইনজুরিতে ভুগছেন তিনি।
Discussion about this post